সূর্য ঝড়
১৯ থেকে ২২ জানুয়ারী সূর্যে বেশ কিছু বড় মাত্রা সোলার ফ্লেয়ার উৎক্ষিপ্ত হয়। এটাকে সাধারনত বলা হয় করোনাল ম্যাস ইজাক্টশন বা সিএমএই। এবারের বিস্ফোরনটা ছিল পৃথিবীমূখী।ফল সরুপ সূর্যের আলোর সাথে ধেয়ে আসে প্রবলভাবে সক্রিয় প্রোটনের ঝড়।
এধরনের ঝড় সবসময়ই হয় তবে এবারেরটা ছিল অনেক বড় মাত্রার। অক্টোবর ২০০৩ এর পর এটাই সবচেয়ে বড় সৌর ঝড়।
এধরনর ঝড় থেকে যে রেডিয়েশন হয় তা সাধারনত পৃথিবীর চৌম্বকীয় বলয় এবং আবহাওয়া মন্ডল ভেদ করে সমতলে আসে না।
তবে কৃত্রিম উপগ্রহ এবং আন্তর্যাতিক মাহকাশ কেন্দ্রে নভোচারীদের জন্য এটা ছিল একটা বড় হুমকি।
এধরনর ঝড় থেকে যে রেডিয়েশন হয় তা সাধারনত পৃথিবীর চৌম্বকীয় বলয় এবং আবহাওয়া মন্ডল ভেদ করে সমতলে আসে না।
তবে কৃত্রিম উপগ্রহ এবং আন্তর্যাতিক মাহকাশ কেন্দ্রে নভোচারীদের জন্য এটা ছিল একটা বড় হুমকি।
গত কাল রাতে ঝড় পৃথিবীর সীমা অতিক্রম করে চলে গেছে, জিপিএস স্যটেলাইট গুলোতে কিছুটা ব্যঘাত ঘটলেও বড় ধরনের কোন ক্ষয় ক্ষতি হয়নি।
No comments:
Post a Comment