পড়া শুরু করুন এখান থেকে !! 👇👇
কিভাবে ধরবেন তার উপায়গুলি নিচে সংক্ষেপে লেখা ।।
ট্রিক ১. কেবল ১টি মাত্র প্রোফাইল পিকচার থাকলে প্রায়শই বোঝা যায় ওই প্রোফাইল টি ফেক !!
ট্রিক ২. হেজি প্রোফাইল পিকচার থাকলে বুঝবেন ওই প্রোফাইল পিকচার ফেসবুক অ্যাপ থেকেই শেভ করে সেটিকে নতুন প্রোফাইল এ অ্যাড করা হয়েছে ।
ট্রিক ৩. সিঙ্গেল নাম অথবা ফেসবুক এর প্রায় কিছু common নাম থেকেও বোঝা সম্ভব হয় ।
ট্রিক ৪. ফ্রেন্ড লিস্ট চেক করে যদি দেখেন অনেক অজানা ফ্রেন্ড এবং আপনার চেনা কোনো ফ্রেন্ড কে mutual পাচ্ছেন না, তবে বুঝবেন ওই প্রোফাইল টি ফেক ।
ট্রিক ৫. যদি আপনি সেই ব্যক্তির সাথে chat করেন ও খুব তাড়াতাড়ি রিপ্লাই পান (বিশেষ করে কোনো মেয়ের সাথে chat) তাহলে বুঝবেন ওই প্রোফাইল ফেক । এছাড়াও যদি তাড়াতাড়ি ভালোবাসার কোনো লেখা বা ইঙ্গিত পেতে থাকেন (যেমন i love you) তাহলে বুঝবেন ওই প্রোফাইল আপনার কোনো ফ্রেন্ড চালাচ্ছে এবং আপনাকে বোকা বানাচ্ছে কিংবা ইয়ারকি মস্করা করছে ।
No comments:
Post a Comment